বাকি নয়টি আসনের 260- বর্ধমান দক্ষিণ. 262 মন্তেশ্বর, 265- মেমারি, 267- ভাঁতার 268- পূর্বস্থলী দক্ষিণ, 269- পূর্বস্থলী উত্তর, 270- কাটোয়া, 271- কেতুগ্রাম, 272- মঙ্গলকোট. এই আসনগুলির মধ্যে থেকে মঙ্গলকোট, কেতুগ্রাম, মন্তেশ্বর, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় তৃণমূল এগিয়ে থাকতে পারে. তবে কেতুগ্রাম ও বর্ধমান উত্তর বিধানসভায় বিজেপি গোষ্ঠী কোন্দল কাটিয়ে উঠে সঠিক প্রার্থী নির্বাচন করতে পারলে এখানেও তৃণমূলকে টক্কর দিতে পারে. সে ক্ষেত্রে সঠিক নির্বাচনী রণকৌশল এবং সঠিক প্রার্থী নির্বাচনের উপর নির্ভর করছে এই বিধানসভার ভগ্য বিজেপির.
272- মঙ্গলকোট বিধানসভায় বিজেপির সম্ভাব্য প্রাথীর দৌড়ে আছেন -1) বুদ্ধদেব মন্ডল 2) জেলা বিজেপি সাধারণ সম্পাদক শিশির ঘোষ 3) অলোক তরঙ্গ গোস্বামী, 4) দীনেশ সাঁতরা, 5) গোপাল চট্টোপাধ্যায়, আশ্চর্যের বিষয় এই বিধানসভা থেকে কিছু মানুষ জেলা সম্পাদক বিমল অধিকারীকে চাইছেন প্রার্থী হিসেবে. এরমধ্যে অলোক তরঙ্গ গোস্বামী একবার প্রার্থী ছিলেন.
270- কাটোয়া বিধানসভা থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় একাধিক নাম উঠে আসছে. যেহেতু গত লোকসভা ভোটের নিরিখে এই বিধানসভায় বিজেপি এগিয়ে গিয়েছিল. 1) এই বিধানসভায় সম্ভাব্য প্রার্থীর দৌড়ে সবার আগে উঠে আসছে সমাজসেবিকা বিজেপি নেত্রী বিনীতা বড়ালের নাম. তার কারণ তিনি করোনা মহামারী ও আমফান ঝড়ের মধ্যে যে সাধারণ মানুষের মধ্যে ছুটে গেছেন সেই কারনে তার নাম সবার উপরে থাকছে. কিন্তু আশ্চর্যের বিষয় কিছুদিন আগে পর্যন্ত তিনি জেলার সম্পাদিকা ছিলেন. হঠাৎ করে তাকে জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে. যদিও রাজ্য বিজেপি থেকে সূচনা এই মুহূর্তে কোন কাউকে পদ থেকে সরানো যাবে না. কেন সরানো হলো সেটা জেলা নেতৃত্বই বলতে পারে. 2) জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ. 3) শ্যামা মজুমদার, 4) প্রদীপ কুন্ডু, 5) এখানে একজন বড় ব্যবসায়ীর নাম শোনা যাচ্ছে প্রার্থী হওয়ার দৌড়ে. 2021শে বিজেপি জেলা সভাপতিদের বিধানসভায় প্রার্থী নাও করতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে.
267-ভাঁতার বিধানসভা থেকে সম্ভাব্য বিজেপির প্রার্থী তালিকায় নাম উঠে আসছে 1) জেলা সভাপতি সন্দীপ নন্দীর নাম উঠে আসছে. 2) জেলা সহ-সভাপতি রুপা গোস্বামী. 3) মহেন্দ্রনাথ কুমার 4) স্বরূপ গোস্বামী, 5) জয়দীপ মুখার্জি.
271- কেতুগ্রাম বিধানসভায় সমীক্ষায় উঠে আসছে সংখ্যালঘু ভোট বিজেপি না পেলে এই বিধানসভায় বিজেপি জিততে পারবে না. গত লোকসভা ভোটের নিরিখে প্রায় 27 হাজার ভোটে বিজেপি পিছিয়ে ছিল. সিপিএম কংগ্রেস মিলে কুড়ি হাজার ভোট পেয়েছিল লোকসভায়. এখানে সিপিএম কংগ্রেসের জোট হলে বিজেপি অনায়াসে যেতে পারে. এখানে সম্ভাব্য প্রার্থীর দৌড়ে রয়েছেন -1) অনিল দত্ত, 2) চাঁদ সাহা, 3) বিমল অধিকারী, 4) মথুরা ঘোষ. অনিল দত্ত এই বিধানসভার মানুষ না হলেও কিছু কিছু মানুষের মুখে তার নাম শোনা যাচ্ছে.
264-কালনা বিধানসভায় নাম ভেসে আসছে 1) সুজিত মজুমদার 2) সুশান্ত পান্ডে 3) সুদীপ্ত রায় 4) ধনঞ্জয় হালদারের নাম.
এসমস্ত নাম আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে. তবে এটা সম্পূর্ণ আমাদের নিউজ এর ব্যক্তিগত সমীক্ষায় উঠে এসেছে. সমীক্ষা সর্বদাই যে সত্য হবে এটা ভাবা ঠিক নয় তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটাই সঠিক সমীক্ষা হতে পারে.
এই জেলার বাকি বিধানসভা গুলির সম্ভাব্য প্রার্থীদের নাম পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে অনলাইন নিউজে. চোখ রাখুন পরবর্তী সংবাদে.
0 coment rios: