Saturday, 6 February 2021

রানাঘাট দক্ষিণ বিধানসভায় জনমত সমীক্ষায় কারা রয়েছে সম্ভবত প্রার্থীর দৌড়ে.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, রানাঘাট: গত লোকসভা ভোটে রানাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপি এগিয়ে ছিল. গত কয়েকদিন আগে রানাঘাট পৌরসভার পৌর পিতা পার্থসারথি বাবু বিজেপিতে যোগ দিয়েছেন.  এই বিধানসভা বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে. যেটুকু অবশিষ্ট ছিল তৃণমূলের পার্থসারথি বাবু বিজেপিতে যোগ দেয়ার পরে সেটুকু আর অবশিষ্ট নেই. তাই এই বিধানসভার প্রার্থী হতে চেয়েে বিজেপির নেতাদের হুড়োহুড়ি পড়ে গেছে. ব্যবসায়ী থেকে শিল্পপতি, ডাক্তার থেকে মাস্টার প্রায় সকল স্তরের মানুষই এই বিধানসভার প্রার্থী হতে চেয়ে দরখাস্ত করে বসেছেন ইতিমধ্যে. তবে জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে তবে জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, এই বিধানসভায় সবার উপরেই থাকবেন প্রার্থীর দৌড়ে বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী অসিত বরণ মন্ডল. তিনি করো না এবং আম্ফান এর মধ্যে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের রানাঘাট দক্ষিণ বিধানসভা মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছেন.শুধু তাই নয় তিনি একটি ভ্রাম্যমাণ চিকিৎসালয় উদ্বোধন করেছেন বিধানসভার  দুস্থ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য.এবং প্রত্যেক রবিবার তিনি তার এনজিওর মাধ্যমে স্বাস্থ্য শিবির করে থাকেন. বর্তমানে তিনি রাজ্য তপশিলি মোর্চার এক্সিকিউটিভ মেম্বার. এবং কোন একটি জেলার তিনি অবজারভার তপশিলি মোর্চার.
 এরপরই প্রার্থীর দৌড়ে রয়েছেন ডাক্তার অর্চনা মজুমদার. শোনা যায় তিনি মুকুল রায় ঘনিষ্ঠ. গত লোকসভা প্রার্থী হতে হতে শেষ মুহূর্তে তিনি প্রার্থী হতে পারেননি.তিনি একজন সমাজ সেবিকা এবং বিজেপির প্রবক্তা হিসেবে মাঝে মাঝেই থাকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যায়. তিনিও প্রার্থীর দৌড়ে  উপরের দিকেই থাকবেন.
 এর পরেই থাকবেন মনোজ বিন. তিনি জেলার সাধারণ সম্পাদক. শোনা যায় তিনি রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারের খুবই ঘনিষ্ঠ. তিনিও জনমত সমীক্ষায় এগিয়ে আছেন প্রার্থীর দৌড়ে.
 এর পরেই আসবে প্রিয়াঙ্কা মন্ডল. তিন জেলা বিজেপির  নেত্রী. জেলার সম্পাদিকা পদে  বর্তমানে রয়েছেন. যদিও তিনি এই বিধানসভার ভোটার নয়. তবুও কিছু কিছু  মানুষের মুখে তার নাম শোনা যাচ্ছে.
 একজন ডাক্তার বাবুর নাম এই বিধানসভার প্রার্থী হওয়ার দৌড়ে ভেসে আসছে. ডাক্তার দিলীপ বিশ্বাস এর নাম ও শোনা যাচ্ছে কিছু কিছু মানুষের মুখে.
কিছু কিছু মানুষের মুখে নব মনোনীত রাজ্য তপশিলি মোর্চার সদস্য দিলীপ মন্ডল এর নামও শোনা যাচ্ছে প্রার্থীর দৌড়ে বিধানসভা থেকে. অথচ তিনি কিন্তু এই বিধানসভা ভোটার নয়.
 সর্বসম্মতভাবে এই নামগুলো বেশি মানুষের মুখে ঘোরাঘুরি করছে প্রার্থী হওয়ার দৌড়ে যারা আছেন.  তবে দল কাকে প্রার্থী করে সেটাই দেখার. এর বাইরে থেকেও প্রার্থী করতে পারে দল.তবে এই বিধানসভার প্রার্থী হতে চেয়ে নেতাদের দৌড়াদৌড়ি এ বিধানসভার এই বিধানসভার মানুষ উপভোগ করছে সেটা বলার অপেক্ষা রাখে না.


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: