এরপরই প্রার্থীর দৌড়ে রয়েছেন ডাক্তার অর্চনা মজুমদার. শোনা যায় তিনি মুকুল রায় ঘনিষ্ঠ. গত লোকসভা প্রার্থী হতে হতে শেষ মুহূর্তে তিনি প্রার্থী হতে পারেননি.তিনি একজন সমাজ সেবিকা এবং বিজেপির প্রবক্তা হিসেবে মাঝে মাঝেই থাকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যায়. তিনিও প্রার্থীর দৌড়ে উপরের দিকেই থাকবেন.
এর পরেই থাকবেন মনোজ বিন. তিনি জেলার সাধারণ সম্পাদক. শোনা যায় তিনি রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারের খুবই ঘনিষ্ঠ. তিনিও জনমত সমীক্ষায় এগিয়ে আছেন প্রার্থীর দৌড়ে.
এর পরেই আসবে প্রিয়াঙ্কা মন্ডল. তিন জেলা বিজেপির নেত্রী. জেলার সম্পাদিকা পদে বর্তমানে রয়েছেন. যদিও তিনি এই বিধানসভার ভোটার নয়. তবুও কিছু কিছু মানুষের মুখে তার নাম শোনা যাচ্ছে.
একজন ডাক্তার বাবুর নাম এই বিধানসভার প্রার্থী হওয়ার দৌড়ে ভেসে আসছে. ডাক্তার দিলীপ বিশ্বাস এর নাম ও শোনা যাচ্ছে কিছু কিছু মানুষের মুখে.
কিছু কিছু মানুষের মুখে নব মনোনীত রাজ্য তপশিলি মোর্চার সদস্য দিলীপ মন্ডল এর নামও শোনা যাচ্ছে প্রার্থীর দৌড়ে বিধানসভা থেকে. অথচ তিনি কিন্তু এই বিধানসভা ভোটার নয়.
সর্বসম্মতভাবে এই নামগুলো বেশি মানুষের মুখে ঘোরাঘুরি করছে প্রার্থী হওয়ার দৌড়ে যারা আছেন. তবে দল কাকে প্রার্থী করে সেটাই দেখার. এর বাইরে থেকেও প্রার্থী করতে পারে দল.তবে এই বিধানসভার প্রার্থী হতে চেয়ে নেতাদের দৌড়াদৌড়ি এ বিধানসভার এই বিধানসভার মানুষ উপভোগ করছে সেটা বলার অপেক্ষা রাখে না.
0 coment rios: