Thursday, 4 March 2021

স্বয়ংসেবক গোবিন্দ বিশ্বাসের উপর প্রাণঘাতী হামলা

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, বনগাঁ - গতকাল রাতে পার্টির কাজ করে ফেরার পথে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন স্বয়ংসেবক তথা বিজেপি নেতা  গোবিন্দ বিশ্বাস.
 
 উল্লেখ থাকে করোনার মধ্যে যে মুসলিম  চাষীদের ধান কেটে সারা ভারতে সারা ফেলে দিয়ে ছিলেন এবং আম্ফান এর মধ্যে  প্রচুর মানুষের উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন ইনি সেই ব্যক্তি  স্বয়ংসেবক  তথা বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাস. তার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে  মোটরসাইকেল করে পাটির মিটিং সেরে ঘরে ফেরার পথে রাস্তায় আক্রান্তত হন তিনি.
 খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মীরা এসে থানা ঘেরাও করে রাত 11:00 টার সময়. গোবিন্দ বিশ্বাস কে কলকাতায় স্থানান্তরিত করা হয়. তবে তার অবস্থা স্থিতিশীল. আশঙ্কামুক্ত হলেও চোট গুরুতর. বনগাঁ মহকুমা জুড়ে খবর ছড়িয়ে পড়তেই  বিজেপি কর্মীদের মনে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়. গোবিন্দ বিশ্বাস এর মতন একজন সৎ সমাজসেবী স্বয়ংসেবক আক্রান্ত হওয়ার কারণে বনগাঁ বিধানসভা জুড়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে.  
 বনগাঁ কোটের সিনিয়র এডভোকেট সুকমল সাহা বলেন, গোবিন্দ বিশ্বাস একজন সৎ নিষ্ঠাবান কর্মী পাশাপাশি তিনি একজন সাংবাদিকও. তার মত ছেলের উপর আক্রমণ হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কতটা খারাপ সেটা বোঝা যায়. পুলিশ ঘটনা স্থলে  গিয়ে তদন্ত করে  দোষীদের দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন.তৃণমূলের নেতা গোপাল শেঠ বলেন, গোবিন্দ  বিরোধীদল করতে পারে কিন্তু সে একটা ভালোো ছেলে, ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ যুক্তত নয়. এটা ওদের দলীয় কোন্দল হতে পারে. পুলিশকে বলব দ্রুত দোষীদের গ্রেফতার করতে.  প্রয়োজনে আমরা ওর পাশে আছি যে কোন রকমের সহযোগিতায়.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: