গতকাল নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার উদ্যোগে জেলা কার্যকারী বৈঠক অনুষ্ঠিত হয় 34 নম্বর জাতীয় সড়ক মায়াপুর মোড় হানিমুন রিসোর্ট. দলীয় পতাকা উত্তোলন ও রাষ্ট্রীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তপশিলি মোর্চার জেলা সভাপতি অনুপ কুমার মন্ডল.
তারপরে গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়.
আজকের এই জেলার কার্যকারীী বৈঠকে উপস্থিত ছিলেন নবদ্বীপ জোনের কনভেনার প্রতাপ ব্যানার্জি, এই জোনের র পর্যবেক্ষক বিশ্বপ্রিয়় রায়চৌধুরী,তপশিলি মোর্চার রাজ্য সভাপতি দুলাল চন্দ্র বর,অখন্ড নদীয়া জেলার প্রাক্তন সভাপতি কল্যান নন্দী, তপশিলি মোর্চার সহ-সভাপতি জগদীশ সরকার, গোবিন্দ বিশ্বাস.নবদ্বীপ জোনের কো কনভেনার, অমিতেশ বসু,নদিয়া দক্ষিণ জেলায় তপশিলি মোর্চার সভাপতি, নদিয়া উত্তর জেলার তপশিলি মোর্চার পর্যবেক্ষক প্রদীপ সরকার, এই জেলা সাধারণ সম্পাদক রঞ্জন অধিকারী,মহিলা মোর্চা সভানেত্রী শ্রীমতি রাখি চ্যাটার্জী, প্রীতি বিশ্বাস সহ-সভাপতিি জেলা, সহ জেলার অন্যান্য্য নেতৃত্ব.

0 coment rios: