Wednesday, 26 March 2025

বাগদা বিধানসভায় 2026 নির্বাচনে শাসক -বিরোধী দলের প্রার্থী হওয়ার দৌড়ে কারা কারা জেনে নিন?

দীপশিখা ব্যানার্জী, দৃষ্টি বাংলা, বনগাঁ -2026 সালের বিধানসভা নির্বাচন এর ঘন্টা বেজে গেছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে শাসকবিরোধী দুই দলই তাদের গুটি সাজাতে ব্যস্ত। শাসক দল তাদের সংগঠন ঢেলে সাজিয়ে নিয়েছে। বিরোধী শিবির ততটা গুছিয়ে নিতে পারেনি এখনও। বনগাঁ সাংগঠনিক জেলার জেলা সভাপতি বিশ্বজিৎ দাস তিনি এখনো পুনর্বহল আছে জেলা সভাপতি হিসেবে। তবে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পরিবর্তন হবে কিনা সেটা এখনো জানা যায়নি। তার কারণ বিগত ২৫ টি জেলায় জেলা সভাপতি নির্বাচন করেছে বিজেপি তাতে কিন্তু বনগাঁ সাংগঠনের জেলার নাম ছিল না। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন হয়নি।  সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী  এই তিনজন হেভিওয়েট নেতার নেতৃত্বেই আগামী দিনে এই বিধানসভা নির্বাচন হবে সেটা বোঝা যাচ্ছে কিন্তু কান্ডারী কিভাবে সেটা এখনো ঠিক হয়নি দলের তরফ থেকে। সভাপতি কে হবে  সেটা নিয়ে নিচুস্তরের কর্মীদের মধ্যে একটা বেশ কৌতূহল আছে। তবে জোড়া তালি দিয়ে সংগঠন চালিয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করা যাবে না। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নির্বাচনে ভুল হওয়ার কারণে ভরাডুবি হয়েছিল বিধানসভায় সেটা সকলেই জানা।  প্রার্থী নির্বাচন ভুল হলে দল  আশানুরূপ ফল করতে পারবে না সেটা বিজেপি বুঝে গেছে। দিল্লি বিধানসভা নির্বাচনে এবার দলীয় কর্মীদের প্রার্থী করা হয়েছে যার কারণে দিল্লী ভালো ফল হয়েছে। 
 তবে সূত্রের খবর এবার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যারা  সর্বক্ষণ দলের সঙ্গে আছেন এবং কাজ করছেন  তাদেরকে এবার দল প্রার্থী করবে বলে শোনা যাচ্ছে। 
 উত্তর ২৪ পরগনা এবং নদীয়ার বিজেপির শক্ত ঘাটি। এখানে মতুয়া সম্প্রদায়ের ভোটের সংখ্যা বেশি। বনগাঁ এবং রানাঘাট লোকসভা এই জন্য বিজেপির দখলে আছে। বনগাঁ লোকসভার অধীনস্থ সাতটা বিধানসভায় প্রার্থী নির্বাচনের জন্য ইতিমধ্যে শাসক এবং বিরোধীদলের প্রার্থীরা ঘোরাঘুরি শুরু করেছে  যাতে তাদের টিকিট কনফার্ম হয়।
 কিন্তু এবার বিধানসভা নির্বাচনে প্রত্যেকের টিকিট কিন্তু সুপারিশের ভিত্তিতে হবে না। এবার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে গেলে সুপারিশের পাশাপাশি যোগ্যতাও থাকার প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতা আর সামাজিক কার্যকলাপ প্রার্থীরা নির্বাচনে এইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 
 এবার দেখে নিয়ে যাক বাগদা বিধানসভায় প্রার্থী হওয়া দৌড়ে শাসক বিরোধীদলের কারা কারা আছেন। 
 এই সমীক্ষা করা হয়েছে  দলের কর্মী সমর্থক, মফস্বলের বাজার দোকানদারদের মতামত, সোশ্যাল মিডিয়ার এক্টিভিটি, সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে।
 এবার বাগদা বিধানসভার প্রার্থী হওয়ার দৌড়ে শাসকদলের প্রথমেই যে নামগুলি উঠে এসেছে এনারা হলেন -1) পরিতোষ সাহা  2) মধুপর্ণা ঠাকুর 3) ভানুমতি বালা 4) শম্পা অধিকারী,5) করবী দত্ত এর নাম।
 বিরোধী বিজেপি দলের প্রার্থী হওয়ার দৌরে যারা আছেন -1) দুলাল চন্দ্রবর  2) অমৃতলাল বিশ্বাস  3) গোবিন্দ বিশ্বাস  4) বিভা মজুমদার  5) লতিকা মন্ডল 6) বিনয় বিশ্বাস এর নামও আছে। তবে খুব বেশি মানুষ বিনয় বিশ্বাস এর নাম প্রস্তাব করেনি। যদিও তিনি উপনির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন।
 এছাড়া আরো কয়েকটি নাম শোনা গেলেও তারা খুব বেশি মানুষের মতামতের ভিত্তিতে আমাদের সমীক্ষা জায়গা করে উঠতে পারেনি। 
 তবে বিধানসভা নির্বাচনে এখনো এক বছর বাকি 
 জল অনেক দূর গড়াবে। শাসক দল উপনির্বাচনী এখানে জয়লাভ করলেও ২৬ এর নির্বাচনে কিন্তু বিজেপি এগিয়ে থেকে শুরু করবে।
55%-45% এগিয়ে থেকে বিজেপি ২৬-এর নির্বাচন শুরু করবে। যদিও বাগদা বিধানসভার অনেক অঞ্চল থেকে মতুয়া ভোটারদের নাম অদৃশ্য কারণে বাদ চলে যাচ্ছে ভোটার লিস্ট থেকে।  
 বিজেপি জেলার সভাপতি দেবদাস মন্ডল অভিযোগ করেছেন বাগদা বিধানসভায় বিজেপির ভোট কেটে দেওয়া হচ্ছে দেখে দেখে। 
 তবে এবারের নির্বাচনে বাগদা বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবে রাজ্যের মানুষ। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: