তবে সূত্রের খবর এবার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যারা সর্বক্ষণ দলের সঙ্গে আছেন এবং কাজ করছেন তাদেরকে এবার দল প্রার্থী করবে বলে শোনা যাচ্ছে।
উত্তর ২৪ পরগনা এবং নদীয়ার বিজেপির শক্ত ঘাটি। এখানে মতুয়া সম্প্রদায়ের ভোটের সংখ্যা বেশি। বনগাঁ এবং রানাঘাট লোকসভা এই জন্য বিজেপির দখলে আছে। বনগাঁ লোকসভার অধীনস্থ সাতটা বিধানসভায় প্রার্থী নির্বাচনের জন্য ইতিমধ্যে শাসক এবং বিরোধীদলের প্রার্থীরা ঘোরাঘুরি শুরু করেছে যাতে তাদের টিকিট কনফার্ম হয়।
কিন্তু এবার বিধানসভা নির্বাচনে প্রত্যেকের টিকিট কিন্তু সুপারিশের ভিত্তিতে হবে না। এবার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে গেলে সুপারিশের পাশাপাশি যোগ্যতাও থাকার প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতা আর সামাজিক কার্যকলাপ প্রার্থীরা নির্বাচনে এইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এবার দেখে নিয়ে যাক বাগদা বিধানসভায় প্রার্থী হওয়া দৌড়ে শাসক বিরোধীদলের কারা কারা আছেন।
এই সমীক্ষা করা হয়েছে দলের কর্মী সমর্থক, মফস্বলের বাজার দোকানদারদের মতামত, সোশ্যাল মিডিয়ার এক্টিভিটি, সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে।
এবার বাগদা বিধানসভার প্রার্থী হওয়ার দৌড়ে শাসকদলের প্রথমেই যে নামগুলি উঠে এসেছে এনারা হলেন -1) পরিতোষ সাহা 2) মধুপর্ণা ঠাকুর 3) ভানুমতি বালা 4) শম্পা অধিকারী,5) করবী দত্ত এর নাম।
বিরোধী বিজেপি দলের প্রার্থী হওয়ার দৌরে যারা আছেন -1) দুলাল চন্দ্রবর 2) অমৃতলাল বিশ্বাস 3) গোবিন্দ বিশ্বাস 4) বিভা মজুমদার 5) লতিকা মন্ডল 6) বিনয় বিশ্বাস এর নামও আছে। তবে খুব বেশি মানুষ বিনয় বিশ্বাস এর নাম প্রস্তাব করেনি। যদিও তিনি উপনির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন।
এছাড়া আরো কয়েকটি নাম শোনা গেলেও তারা খুব বেশি মানুষের মতামতের ভিত্তিতে আমাদের সমীক্ষা জায়গা করে উঠতে পারেনি।
তবে বিধানসভা নির্বাচনে এখনো এক বছর বাকি
জল অনেক দূর গড়াবে। শাসক দল উপনির্বাচনী এখানে জয়লাভ করলেও ২৬ এর নির্বাচনে কিন্তু বিজেপি এগিয়ে থেকে শুরু করবে।
55%-45% এগিয়ে থেকে বিজেপি ২৬-এর নির্বাচন শুরু করবে। যদিও বাগদা বিধানসভার অনেক অঞ্চল থেকে মতুয়া ভোটারদের নাম অদৃশ্য কারণে বাদ চলে যাচ্ছে ভোটার লিস্ট থেকে।
বিজেপি জেলার সভাপতি দেবদাস মন্ডল অভিযোগ করেছেন বাগদা বিধানসভায় বিজেপির ভোট কেটে দেওয়া হচ্ছে দেখে দেখে।
তবে এবারের নির্বাচনে বাগদা বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবে রাজ্যের মানুষ।
0 coment rios: